উত্তরঃ শরীয়তের বিধান ঋণগ্রহীতা যদি ঋণদাতার সন্তুষ্টি চিত্তে তার ঋণ পরিশোধের দায়িত্ব কারো উপর অর্পণ করে তাহলে ঋণদাতা ঋণ গ্রহীতার নিকট উক্ত ঋন চাইতে পারবে না। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে কারিম টাকা পরিশোধের ক্ষেত্রে টালবাহানা করলে বকর আনিস থেকে উক্ত ঋনের টাকা চাইতে পারবে না। দলিলঃহেদায়া ৩/১২৯ বাহরুর রায়েক ৬/৪১৫ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৬/৩২৭
Leave Your Comments