উত্তরঃ শরীয়তের বিধানানুযায়ী দন্ড বিধি বাস্তবায়ন করার একমাত্র অধিকার সরকার বা তার পক্ষ থেকে নিয়োজিত ব্যাক্তির ৷সুতরাং প্রশ্নে বর্নিত কাজী বা তার পক্ষ থেকে নিয়োজিত ব্যাক্তি ছাড়া অন্য কারো যিনা ব্যাভিচার কারী পুরুষ বা মহিলাকে হত্যা করা বা দন্ড বিধি বাস্তবায়ন করা জায়েজ নেই।দলিলঃউমদাতুল কারী ৯/১০৯। বাহরুর রায়েক ৫/৫ বাদায়েউস সানায়ে ৯/২২৬ ফাতাওয়ায়ে হিন্দিয়া ২/১৪৩ কেফায়াতুল মুফতি ১৩/২৪৩।
Leave Your Comments