প্রশ্নঃ একজন ব্যাক্তি উমরা করার ভিসা নিয়ে উমরা পালন শেষে হজের মাস আসা পর্যন্ত সেখানে অবস্থান করে এবং সরকার কর্তৃক অনুমতি না নিয়ে উক্ত ভিসার উপর ভিত্তি করে সে হজ পালন করে।এখন আমার জানার বিষয়ঃসরকার কর্তৃক অনুমতি ছাড়া উমরার ভিসা দ্বারা হজ্ব করলে ঐ হজ্ব সঠিক হয়েছে কি না?

উত্তরঃ হজ্ব আদায় সঠিক হওয়ার জন্য শর্ত হলোঃ হজ্বের কার্যবলী পরিপূর্ণ ভাবে আদায় করা ও হজ্ব নষ্ট করে এমন কোনো কাজ না করা। রাষ্ট্রের বৈধ আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরী এবং তা লংঘন করা অপরাধ ও গুনাহের কাজ। কিন্তু এর দ্বারা হজ্বের কোন ক্ষতি হয় না। কেননা রাষ্ট্রের আইন লংঘন করা হজ্ব কে বিনষ্ট কারী কাজের অন্তর্ভুক্ত নয়। বিধায় প্রশ্নোক্ত ব্যক্তি যদি হজ্বের সমস্ত কার্যাবলী সঠিকভাবে আদায় করে থাকে তাহলে তার হজ্ব আদায় হয়ে যাবে, শুধু রাষ্ট্রের আইন লঙ্ঘন করায় হজ্বের কোন ক্ষতি হবে না তবে হজ্বের মতো মহান এ আমলটি নিরংকুশ ও নিখাদ ভাবে করা উচিত, তাই রাষ্ট্রের আইন ফাঁকি দিয়ে রাজস্ব আয় নষ্ট করে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পন্থা অবলম্বন না করা উচিত।দলিলঃ সুরা আল ইমরান ৯৭ সুনানে তিরমিজি ১/ ৬৭ রদ্দুল মুহতার ২/৪৫৬ ফাতাওয়ায়ে রহিমিয়া ৮/৪৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *