উত্তরঃ চার রাকাত বিশিষ্ট নামাযের প্রথম বৈঠক করা ওয়াজিব। শরীয়তের মূলনিতি হলো ওয়াজিব আদায়ে বিলম্ব করলে সাহু সিজদা করতে হয়।যার দারা নামাজের ঘাটতি পূরা হয়ে নামাজ ছহিহ হয়ে যায়।সুতরাং প্রশ্নোক্ত ব্যাক্তি যেহেতু প্রথম বৈঠক না করে পূর্ণ দাড়িয়ে আবার বসে গেছে এতে ওয়াজিব আমল আদায়ে বিলম্ব করেছে বিধায় তার উপর সাজদাহ সাহু করা ওয়াজিব, এখন সে সাজদাহ সাহু করে নিলে নামায ছহিহ হয়ে যাবে।দলিলঃ রদ্দুল মুহতার ২/ ৮৪ বাহরুর রায়েক ২/ ১৭৮ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১৮৭ ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৪/ ৪০৭।
Leave Your Comments