উত্তরঃ প্রশ্নোক্ত ক্ষেত্রে কলম সৃষ্টি এবং রাসুল সাঃ সৃষ্টির বিষয় টি বিরোধপূর্ণ মনে হলেও বাস্তবে কোন বিরোধ নেই।কেননা উভয় হাদীসকে মুহাদ্দীসেনে কেরাম গন এভাবে সমাধান করেছেন যে,কলম তার সজাতীয় বস্তুর প্রথম সৃষ্টি, আর রাসূল সাঃ এর বিষয় টি অন্যান্য হাদীস থেকেও বুঝা যায় তার সত্তা সৃষ্টির প্রথম, আর এ বিষয়টার উপর শরীয়তের কোন বিধান নির্ভর শীল নয়। সুতরাং এব্যাপারে বিতর্কের কোন প্রয়জন নেই।দলিলঃ সুনানে তিরমিজি ২/৩৮(২১৫৫)।
Leave Your Comments