About Us

আসসালামুআলাইকুম, আমি মোহাম্মদ মুফতি শামছুদ্দোহা আশরাফী, খতিব, সাইন্সল্যাব জামে মসজিদ ধানমন্ডি। প্রিন্সিপাল ও প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর।সাবেক মুফতি ও মুহাদ্দিস:- শাইখ যাকারিয়া ইসলামিক রিসাচ সেন্টার ঢাকা ও মাদরাসা দারুর রাশাদ মিরপুর। প্রতিষ্ঠাতা পরিচালক:-অাহলে সুন্নাত ওয়াল জামাআত ইসলামিক দাওয়াহ সেন্টার ও আন নূর (অন লাইন) টিভি।

সাথে আছে শায়খ মুফতি জোনাইদ কাসেমী, খতিব:-নবাবগন্জ বড় মসজিদ লালবাগ। সিনিয়র মুফতি ও শিক্ষা সচিব:-জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মিরপুর। সিনিয়র মুহাদ্দিস:- জামিয়া ইসলামিয়া বাইতুস সালাম মিরপুর-১২। ইমাম: মসজিদে গাউসুল আজম উত্তরা সেক্টর-১৩। পরিচালক:-অাহলে সুন্নাত ওয়াল জামাআত ইসলামিক দাওয়াহ সেন্টার ও আন নূর (অন লাইন) টিভি।

ওয়েব সাইট ও আননুর টিভি (অল লাইন) প্রতিষ্ঠা করার উদ্দেশ্যঃ আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদা বিশ্বাস প্রচার-প্রসার, দৈনন্দিন মাসআলা মাসায়েল, তাযকিয়া তাসাউফ, দাওয়াত ও তাবলীগ, আমল ও আখলাকী বিষয়ের প্রচার ও বাতিলপন্থীদের নানামুখী প্রশ্নের দলীলভিত্তিক জবাব প্রদান করার নিমিত্তে আমাদের এ প্রয়াস।

আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং সময় ও মেধা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন।