প্রশ্ন-যদি কোন ব্যক্তি বুড়ো হয়ে যাওয়া বা অসুস্থতার কারণে পেশাব,পায়খানার কথা বলতে পারেনা এবং বিছানা থেকেও উঠতে পারেনা। যার কারণে কাপড় ও শরীরে ময়লা লেগে যায়। বারবার শরীর ও কাপড় ধৌত করাও সম্ভব হয় না। এমতাবস্থায় নামাজ পড়ার পদ্ধতি কী?

উত্তর-প্রশ্নে উল্লেখিত ব্যক্তি সম্ভব হলে নামাজের জন্য ভিন্ন একটি কাপড় রাখবে । নামাজ শেষে খুলে ফেলবে। অন্যথায় পরিহিত কাপড় নিয়েই নামাজ আদায় করতে পারবে।

আদ্দুররুল মুখতার ২/৬৯৩,রদ্দুল মুহতার ১/২৮৩, তাহতাবি আলাল মারাকি ২৮,ফাতওয়ায়ে রহিমিয়া ৬/৪১৫

উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *