প্রশ্ন-যদি কোন ইমাম সাহেব নামাজ পড়ানোর পর জানতে পারে তাঁর অযু ছিলনা এদিকে মুসল্লিরাও বাড়িতে চলে যায়,নামাজের ওয়াক্তও শেষ হয়ে যায়। তাহলে কি সকলের কাযা করতে হবে?না শুধু ইমাম সাহেব কাযা করলেই চলবে?

উত্তর-ইমাম সাহেব সবাইকে নামাজ দোহরানোর ঘোষণা দিয়ে দিবে এবং যথাসাদ্য সকলকে খবর পৌঁছানোর চেষ্টা করবে।

আদ্দুররুল মুখতার ১/৫৯১,বাহরুর রায়েক ১/৬৪১

উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *