উত্তর-প্রশ্নে উল্লেখিত ব্যক্তির ওসিয়ত দ্বারা যদি একতৃতিয়াংশ মাল হজের খাতে ব্যয় করা উদ্দেশ্য হয় তবে ঐ পরিমাণ ব্যয়ে যতগুলো হজ সম্ভব হয় তা করতে হবে। আর যদি একতৃতিয়াংশ মাল হতে হজ করানো উদ্দেশ্য হয় এরবেশি খরচ করা বারণ করা উদ্দেশ্য হয় তাহলে একটি হজই যথেষ্ট হবে।
-ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২৮৫,আল বিনায়াহ ৪/৪৪২,ফাতওয়ায়ে তাতারখানিয়া ২/৪১৪
উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments