উত্তর-ব্যবহারের স্বর্নের গহনার যাকাত আদায়ের ক্ষেত্রে বাজারে ব্যবসায়ীরা তাদের কাছে বিক্রয় করতে গেলে যে দাম দিবে সে হিসেবে আদায় করতে হবে।
রদ্দুল মুহতার ৩/২৫১, ফাতওয়ায়ে আলমগিরিয়া ১/১৯৮,ফাতওয়ায়ে তাতারখানিয়া ২/১৮২,বাদায়েয়ুস সানায়ে ২/৪১৮,ফাতওয়ায়ে দারুল উলুম ৬/১৬৪
উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments