উত্তর:-লেনদেন পরিপুর্ন হয়ে যাওয়ার পর পুর্ব কোন শর্ত না থাকলে ক্রেতা বিক্রেতা উভয়ে নিজ নিজ বস্তুর ব্যাপারে দায়মুক্ত বিবেচিত হন।
সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে ক্রেতা বিক্রেতার কাছ থেকে কোন মুল্য ফেরত নিতে পারবেনা।
আদ্দুররুল মুখতার ৭/৪৫৫,রদ্দুল মুহতার ( ফাতওয়ায়ে শামী ৭/৪৫৫), তাবয়ীনুল হাকায়েক ৪/১০০,বাহরুর রায়েক ৫/২৩৪.
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments