উত্তর:-বাড়ির যাবতীয় মেরামতের জিম্মাদারী মালিকের উপর, ভাড়াটিয়ার উপর নয়। সুতরাং প্রশ্নেবর্নিত সুরতে ভাড়াটিয়া যদি মালিকের নির্দেশ ব্যতীত নিজ থেকেই মেরামত করে তাহলে এটা তার পক্ষ থেকে স্বেচ্চাসেবা হিসেবে ধর্তব্য হবে। এক্ষেত্রে সে ভাড়া থেকে কেটে নিতে পারবে না। তবে হ্যাঁ স্থানান্তরযোগ্য হলে খুলে নিতে পারবে।
আদ্দুররুল মুখতার ৯/১৩৪,রদ্দুল মুহতার ( ফাতওয়ায়ে শামী ৯/১৩৫),বাদায়েয়ুস সানায়ে ৬/৫১ .
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments