প্রশ্ন:- যদি কোন চোর মালিককে না জানিয়ে চুরিকৃত মাল ফেরত দিয়ে দেয় । তাহলে কি সে জিম্মাদারী থেকে মুক্ত হতে পারবে?

উত্তর:- চুরিকৃত মাল যে কোন উপায়ে মালিকের কাছে পৌঁছাতে পারলেই জিম্মা থেকে মুক্ত হওয়া যায়। তাই প্রশ্নেবর্ণিত সুরতে মাালিককে না জানিয়েও যদি ফেরত দেয় ,তাহলে দায়মুক্ত হবে।

আদ্দুররুল মুখতার ৬/১৮২,রদ্দুল মুহতার ৬/১৮২,ফাতওয়ায়ে বাজ্জাযিয়াহ ৬/১৭৯

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর

খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *