প্রশ্ন: তিন ফ্ল্যাট বিশিষ্ট ফ্লোরের কোন একটি ফ্ল্যাট ক্রয়-বিক্রয় হলে, তার “শাফী” অবশিষ্ট দুই ফ্ল্যাটের কে হবে?

উত্তর: বিপরীত ফ্ল্যাটটি যদি মাঝখানে হয়, তাহলে উভয় দিকের ফ্ল্যাটের মালিক হবে “শফী” হবে। আর যদি একপাশে হয়, তাহলে তার সাথে  মিলিত ফ্ল্যাটের মালিক এককভাবে “শফী” বলে গন্য হবে।

– ফাতাওয়া হিন্দিয়া- ৫/২২১, আদ্দুররুল মুখতার-৯/৩১৬.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *