প্রশ্ন: এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিদেশে নিখোঁজ, আত্নীয় স্বজন সবাই নিশ্চিৎ সে ফিরবে না। এদিকে তার স্ত্রী সন্তানদের নিয়ে বহু কষ্টে আছে। সে দেশে থাকাবস্থায় এক ব্যক্তির কাছে কিছু টাকা ঋন/আমানত ছিল যা ঐ ব্যক্তিও স্বাীকার করে। এখন প্রশ্ন হল স্ত্রী এই দুরাবস্থায় এগুলো খরচ করা যাবে কি না?

উত্তর: হ্যাঁ, উক্ত টাকা নিখোঁজ ব্যক্তির স্ত্রী-সন্তানের প্রয়োজন পূরণে খরচ করা যাবে।

-আদ্দুররুল মুখতার- ৬/৪৬০, রদ্দুল মুহতার- ৬া/৪৬০, ফাতাওয়া সিরাজিয়্যাহ- ৭৯.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *