প্রশ্ন:-আমাদের বাপ-দাদাদের আমল থেকেই বাড়িতে আসার রাস্তা ছিল। যা দিয়ে আমরা নিয়মিত চলাফেরা করতাম/করি। কিন্তু বাস্তার পাশের এক বাড়িওয়ালা যিনি রাস্তার জায়গারও মালিক বলে দাবিদার। পথ বন্ধ করে দিতে চাচ্ছে। প্রশ্ন হল যেখানে বহুদিন এমনকি বাপ-দাদার আমল থেকে আমরা এ পথ দিয়ে চলাফেরা করি। এরভিত্তিতে কি আমরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে নিতে পারবো?

উত্তর:- শুধুমাত্র মৌখিক দাবী বা দীর্ঘদিন থেকে চলাফেরা করাই রাস্তার মালিকানার জন্য যথেষ্ট নয়। বরং সুনির্দিষ্ট দলীল দ্বারা রাস্তা প্রমাণ করা জরুরী। প্রশ্নেবর্নিত সুরতে যেহেতু কোন গ্রহণযোগ্য কোন প্রমাণ নেই। তাই আপনারা পথ বন্ধকারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবেনা।

ফাতওয়ায়ে হিন্দিয়া ৩/১০৪,আল মুহিতুল বোরহানী ১১/২০,ফাতওয়ায়ে হাক্কানিয়া ৫/৩৭৬.

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *