উত্তর:-মজি ( তরল শুক্ররস) নাজাসাতে গলীজা তথা গাঢ় নাপাকীর অন্তরভুক্ত । যাহা এক দিরহাম পরিমাণ বা তার কম মাফ। সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত কাপড় না ধুয়ে নামাজ পড়া জায়েয। তবে সক্ষম হলে কাপড় ধুয়ে নামাজ পড়াটাই উত্তম।
– রদ্দুল মুহতার ১/৩১৭,বাদায়েয়ুস সানয়ে ১/২৭১,ফাতওয়ায়ে তাতারখানিয়া ১/৪৩৯,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১০০,ফাতওয়ায়ে দারুল উলুম করাচি ১/৫১৪
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments