উত্তর :- যাকাত আদায় সহীহ হওযার জন্য শর্ত হলো, কোন প্রকার পারিশ্রমিক হিসেব ব্যতিত উপযুক্ত ব্যক্তিকে উক্ত টাকার মালিক বানিয়ে দেয়া।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যাকাতের টাকা দিয়ে ইমামতির বেতন পরিশোধ করলে যাকাত আদায় হবে না। উক্ত ব্যক্তিকে পুনরায় যাকাত আদায় করতে হবে।
আদ দুররুল মুখতার -২/২৫৬। ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/২৩৩। ফাতাওয়ায়ে উসমানি – ২/১৪৪। আপকে মাসায়েল আওর উনকে হল – ৫/১৬৪।
Leave Your Comments