উত্তর: মৌলিক প্রয়োজনীয় বস্তু সমূহ যাকাতের নেসাবের অন্তর্ভূক্ত নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত টিভি, ফ্রিজ রেডিও ইত্যাদি প্রয়োজনীয় বস্তু হওয়ার কারণে এগুলোর উপর যাকাত ফরয হবে না।
One Comment to 'প্রশ্ন: বাড়ীতে থাকা টিভি, ফ্রিজ, রেডিও ও বেশ কিছু এমন মেশিনারী আসবাব পত্র আছে যার মূল্যনেসাব পরিমাণ রুপার সম-মূল্যের হয়, তাহলে যাকাত ওয়াজিব হবে কিনা?'
কেউ যদি গৃহ ঋণ বাবদ ১ কোটি ২০ লক্ষ টাকা পেয়ে তা হতে ৬০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে, ফ্ল্যাট কিনে ৪৫ লক্ষ টাকা ভাড়া বাবদ প্রতি মাসে পায় ১২ হাজার টাকা যা সংসারের কাজে খরচ করে, হাতে নগদ ৪,০০,০০০/- টাকা; ব্যাংকে সঞ্চিত ১২,৫০,০০০/- টাকা এবং ঋণের কিস্তি বাবদ বছরের ২৫০০০০ টাকা পরিশোধ করতে হয় তাহলে তার যাকাত এর পরিমাণ কত হবে? বিস্তারিত হিসাব করে জানাবেন।
One Comment to 'প্রশ্ন: বাড়ীতে থাকা টিভি, ফ্রিজ, রেডিও ও বেশ কিছু এমন মেশিনারী আসবাব পত্র আছে যার মূল্যনেসাব পরিমাণ রুপার সম-মূল্যের হয়, তাহলে যাকাত ওয়াজিব হবে কিনা?'
ইমাদ উদ্দিন
April 5, 2023 at 2:25 pmকেউ যদি গৃহ ঋণ বাবদ ১ কোটি ২০ লক্ষ টাকা পেয়ে তা হতে ৬০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে, ফ্ল্যাট কিনে ৪৫ লক্ষ টাকা ভাড়া বাবদ প্রতি মাসে পায় ১২ হাজার টাকা যা সংসারের কাজে খরচ করে, হাতে নগদ ৪,০০,০০০/- টাকা; ব্যাংকে সঞ্চিত ১২,৫০,০০০/- টাকা এবং ঋণের কিস্তি বাবদ বছরের ২৫০০০০ টাকা পরিশোধ করতে হয় তাহলে তার যাকাত এর পরিমাণ কত হবে? বিস্তারিত হিসাব করে জানাবেন।