প্রশ্ন: যদি কোন ব্যক্তি মোহর নির্দিষ্ট করে বিবাহ করার পর পরবর্তিতে মোহর বেশ কম করে, তবে তা জায়েয আছে কি না?

উত্তর: ইসলামী শরীয়তে মহর হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি একটি হক, যা চুক্তির পরও স্বামী চাইলে বৃদ্ধি করতে পারে। কিন্তু কমানোর অধিকার নেই।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে স্বামী চাইলে উক্ত নির্দিষ্ট মহরের পরিমাণ বৃদ্ধি করতে পারবে। তবে স্ত্রীর অনুমতি ব্যতিত কমাতে পারবে না।

-বাদায়েউস সানায়ে‘-৩/৪৯৩, আল ফিকহুল ইসলামী ওয়া  আদিললাতুহু-৭/২৭৮, ফাতাওয়া হিন্দিয়া-১/৩৭৯.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *