উত্তর:- যা পান করলে মানুষের মেধা বিকৃত হয় বা জ্ঞান শূন্যতা তৈরী হয় শরীয়তে তার লেনদেন হারাম। আর যেগুলো এ পর্য়ায়ের নয় তবে, স্বাস্থ্য ঝুকি তৈরী করে বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সাব্যস্ত হয় তা হারাম না হলেও অনুচিত।
সুতরাং, সিগারেট পান করলে মাতাল না হলেও যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এর বেচা কেনা অনুচিত।
আদ দুররুল মুখতার ৬/৪৫৪। রদ্দুল মুহতার – ৬/৪৫৪। ফাতাওয়ায়ে উসমানিয়া -৩/৮৮। কিফায়াতুল মুফতি – ১১/৪০। আহসানুল ফাতাওয়া -৬/৪৯৫।
Leave Your Comments