উত্তর :- ইসলামি আইনে দণ্ড বিধি প্রয়োগের দায়িত্ব সরকার ও প্রশাসনের। ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নেয়ার অনুমতি শরীয়ত কাউকে দেয়নি।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তি আল্লাহর নিকট দোষী না হলেও দুনিয়ার আদালতে দোষী হিসেবেই গণ্য হবে। এবং তার উপর শরীয়তের হদ জারী হবে।
আল বাহরুর রায়েক- ৫/৪২। বাদায়েউস সানায়ে’ – ৯/২২৬। কিফায়াতুল মুফতি ১৩/২৩৪।
Leave Your Comments