উত্তর:-তালাক পতিত হওয়ার জন্য অন্যতম শর্ত হল,তালাকের মহল (স্থান)সহীহ হওয়া।
সুতরাং প্রশ্নেবর্ণিত মা এবং বোনের উপর কোন তালাকই পতিত হবেনা এগুলো অনর্থক বিবেচিত হবে। শুধুমাত্র স্ত্রীকে প্রদত্ত এক তালাকই পতিত হবে।
– আবু দাউদ শরীফ ১/২৯৮,ইবনে মাজাহ শরীফ ১৪৮,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৪১৫, ফাতওয়ায়ে ক্বাযিখান ১/৩১৮,ফাতওয়ায়ে হাক্কানিয়া ৪/৪৪৩
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments