উত্তর:- তিন তালাক পতিত হওয়ার পর স্বামী-স্ত্রী একে অপরের জন্য হারাম হয়ে যায়। স্বাভাবিকভাবে একে অপরকে আর ফিরিয়ে নেয়ার কোন সুযোগ থাকেনা। বরং প্রত্যেকে নিজ নিজ পছন্দানুযায়ী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে।
পরবর্তীতে যদি ওই মহিলার ২য়স্বামী মারা যায় বা তাকে কোন কারণে তালাক দিয়ে দেয় তাহলে পুর্বের স্বামী তাকে পুনরায় বিয়ে করতে পারবে।
সুতরাং প্রশ্নেবর্নিত ব্যক্তি স্বাভাবিকভাবে আর তার স্ত্রীকে ফেরত নিতে পারবে না। বরং ওই মহিলা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করতে থাকবেন। একান্ত যদি তাঁর ২য় স্বামী মারা যান অথবা কোন কারণে তালাক দিয়ে দেন তাহলে ১ম স্বামী পুনরায় তাকে বিয়ে করতে পারবেন।
বি:দ্র:-এধরনের ক্ষেত্রে স্বামী-স্ত্রীকে পারস্পরিক মিলেয়ে দেয়া ,তাওবা পড়িয়ে নিয়ে নেওয়া,হালকা শাস্তি দিয়ে মিলিয়ে দেওয়া এবং বিশেষ প্রক্রিয়ায় শর্তারোপ করে বিয়ে দিয়ে হিল্লা করার যে প্রথা চালু আছে তা শরিয়তসম্মত নয়।
-সুরা বাক্বারা ২২৯,বোখারী শরীফ ২/৭৯১, আদ্দুররুল মুখতার ৩/৪০৯,হিদায়া ২/২৯৪
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments