প্রশ্ন:- কোন ব্যক্তির কাছে যদি স্বর্ণালঙ্কার থাকে তবে যাকাত আদায়ের ক্ষেত্রে কোন মূল্যের ধর্তব্য হবে? ক্রয়কালীন সময়ের মূল্য নাকি যাকাত আদায়কালীন সময়ের বাজার মূল্য?

উত্তর:- স্বর্ণ কুদরতিভাবেই বর্ধনশীল সম্পদ হওয়ায় তার যাকাত আদায়ের ক্ষেত্রে আদায়কালীন সময়ের বিক্রয় মূল্য ধর্তব্য হবে। ক্রয়মূল্য নয়।

সুতরাং যাকাত আদায়ের সময় বাজারে  ঐ স্বর্ণের বিক্রয়মূল্য যা হবে তার উপর ভিত্তি করেই যাকাত আদায় করতে হবে।

 

আদ দুররুল মুখতার – ২/২৮৬। বাদায়েউস সানায়ে’ – ২/৪৩। ফাতাওয়ায়ে উসমানিয়া – ৩/৫৩৬।

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *