প্রশ্ন:- অন্যায় জুলুমের শিকার কোন ব্যক্তি নির্যাতনের কোন পর্যায়ে সে নিজের জীবনহানীর আশংকা বোধ করে এবং অন্যায়ের প্রতিবাদ করে । আর সেই প্রতিবাদে নির্যাতনকারীর মৃত্যু ঘটে তাহলে তাকে কোন প্রকার হদ বা দণ্ডের মুখোমুখি করা হবে কি না?

উত্তর :- অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কোন অঘটন ঘটে গেলে তা ধর্তব্য হবে না।

সুতরাং প্রশ্নে বর্ণিত জালেমের জুলুম প্রতিরোধ করতে  গিয়ে তাকে হত্যা করায় তার উপর কোন দণ্ড কার্যকর হবে না।

 

আদ দুররুল মুখতার- ৬/৫৪৬। আল হিদায়া – ৪/৫৬৭। ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ – পৃ. ৫৬০। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৫/২২২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *