প্রশ্ন:- মসজিদ মাদরাসার ফাণ্ড হতে টাকা পয়সা তত্ত্বাবধায়কগণের পরামর্শে মুদারাবার বা (যৌথ ব্যবসা) উপর দেয়ার হুকুম কি?

উত্তর :- প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর যে কোন বৈধ সিদ্ধান্ত গ্রহণ করা কর্তৃপক্ষের জন্য বৈধ।

সুতরাং মসজিদ বা মাদরাসার মুতাওয়াল্লি ও দাতাদের অনুমতি সাপেক্ষে ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন বৈধ। আর মুদারাবা বা যৌথ ব্যবসায় যেহেতু মুনাফা অর্জন করাই উদ্দেশ্য হয়। তাই, প্রশ্ন বর্ণিত মুদারাবা পদ্ধতিতে ব্যবসা করার অবকাশ রয়েছে।

 

রদ্দুল মুহতার – ৬/৬৮৩। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ২/৪১৩। ফাতাওয়ায়ে কাজিখান – ৩/২১৯। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৬/৩৫৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *