উত্তর:- শরীয়তের নিয়মানুসারে তিন কারণে শোফার অধিকারের দাবি করা যায়। তন্মধ্যে একটি হলো, হুকুকে মুবি তথা বিক্রিত জমির প্রাসঙ্গিক বিষয় যেমন, রাস্তা, ড্রেন ইত্যাদিতে অংশীদার হওয়া।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে শরয়ী অন্য কোন বাধা না থাকলে এই রাস্তার উপর ভিত্তি করে শুফার দাবি করতে পারবে।
আল হেদায়া – ৪/৩৮৯। রদ্দুল মুহতার- ৬/২১৭। বাদায়েউস সানায়ে’ ৬/১০৩। ফাতাওয়ায়ে সিরাজিয়্যা – পৃ. ৪৫৩। জামিউল ফাতাওয়া- ৭/১২৬।
Leave Your Comments