প্রশ্ন:- দুই ভায়ের যৌথ মালিকানাধীন যমিনের ব্যাপারে অন্য কোন ব্যক্তি মালিকানা দাবি করে তাহলে এক অন্য ভাইয়ের অনুপস্থিতিতে মামলার কার্যকম পরিচালনা করা বা কাজির জন্য সে ব্যাপারে কোন ফয়সালায় যাওয়া বৈধ হবে কি না?

উত্তর :- কোন মামলায় রায় দেয়ার জন্য বাদী ও বিবাদিকে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে আদালতে উপস্থিত থাকা জরুরী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে অনুপস্থিত ভাইয়ের পক্ষ থেকে অন্য ভাইকে মামলা পরিচালনা করার অনুমতি দেয়া হয়ে থাকে। তাহলে সে কোন প্রকার শর্ত ছাড়াই অনুপস্থিত ভায়ের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মামলা পরিচালনা করতে পারবে। আর অনুমোদন না থাকলে নিম্ন বর্ণিত তিন শর্তের ভিত্তিতে মামলা পরিচালনা করতে পারবে।
এক. যমিন উভয়ের মাঝেই থাকবে।
দুই. অবন্টিত থাকবে।
তিন. জমির মালিক হওয়ার কারণ এক হতে হবে।

রদ্দুল মুহতার- ৫/৪১০। আল বাহরুর রায়েক – ৭/৪৭। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৫/৩৬৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *