প্রশ্ন:- জানাযার নামাযের পর হাত উঠিয়ে মোনাজাত করার বিধান কি ?

উত্তর :- কোন কাজ শরীয়া সম্মত বা আমল যোগ্য হওয়ার জন্য দলিল চতুষ্টয় দ্বারা প্রমাণিত হওয়া জরুরী। যদি দলিল চতুষ্টয় দ্বারা প্রমাণিত না হয় এবং উত্তম তিন যুগের কোন যুগে এর ভিত্তি না থাকে তাহলে তা আমল হিসেবে গ্রহণ করে সওয়াবের আশা করা সুস্পষ্ট বিদআত। বাহ্যিকভাবে তা যতই ভাল মনে হোক না কেন এমন কাজ হতে বিরত থাকা অতি জরুরী।
সুতরাং জানাযার নামাযের পর দাফনের পূর্বে হাত উঠিয়ে মুনাজাত করা নবী সা., সাহাবায়ে কেরাম, তাবেয়িন ও তাবে তাবেয়িন কোন যুগেই প্রমাণিত নয়। তাই এমন কাজকে আবশ্যক মনে করা বা এমন কাজ করে সওয়াবের আশা করা স্পষ্ট বিদআত। আর এমন কাজ যারা করেনা তাদেরকে নিন্দা বা গালমন্দ করা চরম অন্যায়। এধরনের কাজ হতে বিরত থাকা জরুরী।

ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ- পৃ. ১৩৩। ফাতাওয়ায়ে বাযযাযিয়া – ১/৫৩। ফাতাওয়ায়ে উসমানিয়া – ১/১২২। এমদাদুল আহকাম – ১/১৯৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *