প্রশ্ন :- তাবলীগি সফরে জামাতের লোকেরা যদি কোন মহল্লায় পনের দিনের কম থাকার নিয়ত করে তাহলে তারা নামায কসর করবে নাকি পূর্ণ করবে?

উত্তর :- নামায কসর করার গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো ব্যক্তিকে নিজ এলাকা হতে ৪৮ মাইল তথা ৭৭.২৪ কি.মি. দূরত্বের উদ্দেশ্যে রওনা করবে এবং সেখানে ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি তাবলীগ জামাত নিজ এলাকা হতে ৭৭.২৪ কি.মি. দূরে যাওয়ার উদ্দেশ্যে বের হয় এবং সেখানে ১৫ দিনের কম থাকার নিয়ত করে। তাহলে তারা কসর করবে। অন্যথায় নয়।

তাফসিরুল কুরআনিল কারীম – ২/৪৩৯। তিরমিযি- ১/১২২। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ১/১৯৯। আল হিদায়া- ১/১৬৬। এমদাদুল ফাতাওয়া ১/৪৪৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *