প্রশ্নঃ আমরা জানি কোন বস্তু দিয়ে নাপাক মুছলে তাহা নাপাক হয়ে যায়,এখন আমার জানার বিষয় হলো টয়লেট পেপার দিয়ে রক্ত মুছার পর তা শুকিয়ে গেলে সেই টয়লেট পেপার দিয়ে আবার ইস্তেঞ্জা করা জায়েয আছে কি না?

প্রশ্নঃ আমরা জানি কোন বস্তু দিয়ে নাপাক মুছলে তাহা নাপাক হয়ে যায়,এখন আমার জানার বিষয় হলো টয়লেট পেপার দিয়ে রক্ত মুছার পর তা শুকিয়ে গেলে সেই টয়লেট পেপার দিয়ে আবার ইস্তেঞ্জা করা জায়েয আছে কি না?
উত্তরঃইসলামি শরীয়তে ইস্তেঞ্জার জন্য পবিত্র বস্তু হওয়া জরুরী। আর এক দেরহাম কম রক্ত বিশিষ্ট টিসু ইত্যাদি, পবিত্র বস্তুর হুকুমে। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে উক্ত টিসু দারা ইস্তেঞ্জা করা জায়েয, তাতে কোন অসুবিধা নেই।
দলিলঃরদ্দুল মুহতার ১/৩৩৯। ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১০৫ খিলাসাতুল ফাতাওয়া ১/২৩ ফাতহুল কাদির ১/২১৮ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ২/৬০৩ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৫/২৯৩ ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১/৩৮৮ বেহেশতি জেওর ২/১০২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *