উত্তর :-কোন জিনিস ক্রয় করে হস্তগত করার পূর্বেই তা অন্যত্রে বিক্রি করা বৈধ নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ক্রেতা যদি খড়ের পালা ক্রয় করে হস্তগত করে তাহলে কোন সমস্যা নাই। আর যদি হস্তগত করা পূর্বেই তা বিক্রি করে দেয় তাহলে তা জায়িয হবে না।
সহিহ মুসলিম- ২/৫। তাবয়ীনুল হাকায়েক- ৪/৪৩৭। আল হিদায়া- ৩/৭৪। আপকে মাসায়েল আওর উনকা হল- ৭/১০৮।
Leave Your Comments