উত্তর:- ইসলামি শরীয়তে ক্রয়-বিক্রয়ের চুক্তির মধ্যে এমন কোন শর্ত লাগানো যা ক্রয়-বিক্রয় সংঘটিত হওয়ার সঙ্গে সম্পৃক্ত নয় তা জায়েয নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত ক্রয়—বিক্রয়টি সহীহ হয়নি। বরং পরবর্তীতে টাকা দেয়ার পর মোবাইলটি ফেরত দেয়া আবশ্যক।
রদ্দুল মুহতার ৫/২৭৬। কিফায়াতুল মুফতি – ১১/১২০। কিতাবুল ফাতাওয়া- ৩/১৮৬।
Leave Your Comments