উত্তর :- ইসলামি শরীয়তে আল্লাহ ব্যতিত অন্য কারো নামে কসম বা মানত করা হারাম। এমন মানত পুরা করাও গুনাহের কাজ।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে খাজা বাবার নামে মানত করা সহীহ হয়নি। তাই এমন মানত পুরা না করলে গুনাহগার হবে না। রবং উক্ত মানত পুরা না করাই বাঞ্ছনীয়।
সুনানে আবী দাউদ- ১/২৯৮ ও ২/৪৬৭। আদ দুররুল মুখতার- ২/৪৩৯। জামিউল ফাতাওয়া – ৭/২০৭।
Leave Your Comments