উত্তর:- ইসলামি শরীয়তে সদকার মাল যাকাতের মালের মতই এতিম গরিব ব্যতিত অন্যদেরকে দেয়া বৈধ নয।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যদি মাদরাসায় যাকাত বা সদকা খাওযার উপযুক্ত এতিম গরিবদের জন্য ফাণ্ড থাকে তাহলে উক্ত ফাণ্ডে মানতের গরু দান করলে সদকা আদায় হয়ে যাবে।
আদ দুররুল মুখতার – ২/৩৩৯। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ১/২৩৯, ২৪৯। ফাতাওয়ায়ে হাক্কানিয়া- ৪/৬৭।
Leave Your Comments