উত্তর: ইসলামী আইনে দন্ড-বিধি প্রমাণ ও তদানুযায়ী বিচার কাজ পরিচালনা করার ক্ষেত্রে খুব কঠোর শর্তারোপ করা হয়েছে।
সুতরাং প্রশ্নে বর্ণিত ভিডিও রেকর্ড এর মাধ্যমে একজনের চেহারাকে অন্য জনের চেহার দ্বারা কারচুপি করা যায় বিধায় শুধুমাত্র ভিডিও প্রত্যক্ষ সাক্ষীর স্থলাভিষিক্ত হয় না। তাই শুধুমাত্র উপর ভিত্তি করে ফায়সালা করা যাবে না। তবে সাক্ষীদের প্রদত্ত বক্তব্যের সমর্থনে তা উপস্থাপনা করা যেতে পারে।
-ফাতাওয়া উসমানি-৩/৪০৫.
Leave Your Comments