উত্তর:- মসজিদের টাকায় কেনা কোন বস্তুকে নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার বা অন্যকে ব্যবহার করতে না দিয়ে কেবল নিজেই তা ব্যবহার করা বৈধ নয়।
সুতরাং মসজিদের টাকায় ক্রয়কৃত জায়নামায সকলের ব্যবহার করার অনুমতি রয়েছে। কেউ নির্দিষ্ট করে ব্যবহার করা জায়েয নেই।
ফাতাওয়ায়ে হিন্দিয়া- ২/৪১৩। আল বাহরুর রায়েক- ৫/৪২০ ও ২/৬২। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ১৪/৬২৫।
Leave Your Comments