প্রশ্ন: পেশাব করার সময় মাঝে মাঝে পেশাবের ছিটা এসে কাপড় ও শরীরে লেগে যায় এবং কখনও পাত্রের পানিতে পড়ে, এক্ষেত্রে ঐ কাপড়, শরীর ও পানির হুকুম কি?

উত্তর: পেশাবের ছিটা যদি সুয়ের মাথা পরিমাণ হয় এবং তা কাপড় বা শরীরে লাগে তাহলে কাপড় ও শরীর নাপাক হিসেবে গণ্য হবে না কিন্তু যদি এ পরিমাণ ছিটা পানিতে পড়ে তাহলে ঐ পানি নাপাক হয়ে যাবে এবং ওই পানি আর ব্যবহার করা যাবে না।

হাশিয়াতুত্ব ত্বহত্বভী-১৫৭, ফাতাওয়া হিন্দিয়া-১/৪৬, খোলাসাতুল ফাতাওয়া-১/৪৬.

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *