প্রশ্ন:- জনৈক ব্যক্তি তার মাহরামের পেট ও পীঠ দেখে ফেলেছে। এতে সে গুনাহগার হবে কি না?

উত্তর: শরীয়তে মাহরামের পেট ও পিঠ দেখা নাজায়েয।

সুতরাং যদি কেউ ইচ্ছাকৃতভাবে দেখে তাহলে সে গুনাহগার হবে। আর হঠাৎ নজর পড়ে গেলে যদি সে তৎক্ষাৎ নজর ফিরিয়ে নেয়। তাহলে কোন গুনাহ হবে না।

 

ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৩৮০। ফাতাওয়ায়ে কাজিখান- ৩/২৯৪। ফাতাওয়ায়ে তাতারখানিয়া- ১৮/৯৩। আল হিদায়া- ৪/৪৬১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *