প্রশ্ন:- যদি কোন বেগানা যুবক বা যুবতী সালাম দেয় তাহলে জবাব দিতে হবে কি না?

উত্তর:- যুবক-যুবতীর পরস্পর পরস্পরের মাঝে সালাম বিনিময় করা জায়েয নেই। তবে কোন যুবতি মহিলা সালাম দিয়ে ফেললে তাহলে তার উত্তর মনে মনে দিবে।

 

সুনানে আবি দাউদ- ২/৭০৭। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৩৭৮। ফাতাওয়ায়ে তাতারখানিয়া – ১৮/৭৮। রদ্দুল মুহতার – ৬/৩৬৯। আপকে মাসায়েল আওর ‍উনকা হল- ৮/১৫৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *