উত্তর :- নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর অগ্রিম যাকাত আদায় করে দেওয়া বৈধ।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ব্যক্তির পূর্ণ বৎসর নেসাব পরিমাণ সম্পদের মালিক থাককে সেই অনুপাতে কয়েক বৎসরের যাকাত প্রদান করে তাহলে তার যাকাতও আদায় হয়ে যাবে।
রদ্দুল মুহতার – ২/২৯৩। আল বাহরুর রায়েক – ২/৩৯০। ফাতাওয়ায়ে কাজিখান- ১/১৬২।
Leave Your Comments