উত্তর:- ব্যাংকের মাধ্যমে অন্য রাষ্ট্রের পণ্য রফতানি করার দুই সূরত। হয়ত ব্যাংক উকিল হয়ে অন্য দেশের পণ্য ক্রয় করে মুআক্কিলের নিকট পৌঁছাবে। অথবা ব্যাংক নিজে ক্রয় করে ক্রয়কৃত মূল্য থেকে বেশী দামে বিক্রয় করবে।
তাহলে প্রথম সুরতে উকিল-মুআক্কিলের বিধান কার্যকর হবে। সে ক্ষেত্রে সে কোন বাড়তি টাকা পাবে না।
আর দ্বিতীয় সুরতে ব্যাংকের জন্য লেনদেন বৈধ হবে কারণ এটা বায়ে’ মুরাবাহার অন্তর্ভূক্ত।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ব্যাংকের মাধ্যমে অন্য দেশের পণ্য ক্রয় করা বৈধ ও হালাল।
রদ্দুল মুহতার- ৭/৩৬০। আল বাহরুর রায়েক- ৬/১৭৭। বুহুস ফি কাযায়া ফিকহিয়্যা মুআসারাহ- ১/২৩। কিফায়াতুল মুফতি – ১১/৩২২।
Leave Your Comments