উত্তর:- তালাক প্রাপ্তা মহিলা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াার জন্য শরীয়তের মূলনীতি হলো ইদ্দত পূর্ণ করা। কেননা ইদ্দত পালনরত অবস্থায় তালাক প্রাপ্তা মহিলা প্রথম স্বামীর অধিনেই থাকবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে তালাক প্রাপ্তা মহিলাকে ইদ্দত চলাকালীন সময়ে বিবাহ দিলে তা শুদ্ধ হবে না। তিন হায়েজ পূর্ণ হওয়ার পর বিবাহ দিতে হবে।
রদ্দুল মুহতার – ৫/১৯৯। আল বাহরুর রায়েক ৩/১৬৩। ফাতাওয়ায়ে কাজিখান – ১/২২১। কিফায়াতুল মুফতি- ৭/৭৭।
Leave Your Comments