উত্তর:- যৌথ মালিকানাভূক্ত বস্তুতে প্রত্যেককেই স্বতন্ত্র মালিক ধরা হবে। ফলে একজনের অনুপস্থিতিতে অন্যদের জন্য তাতে হস্তক্ষেপ করার সুযোগ নেই।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে কোন অংশীদারের অনুপস্থিতিতে তার জমি অন্যদের পক্ষে বিক্রি করা জায়েয হবে না।
মাজমাউল আনহার – ২/৫৪৩। আহসানুল ফাতাওয়া – ৬/৩৯৬। জামিউল ফাতাওয়া – ৮/৩১। এমদাদুল আহকাম – ৩/৩৪৭।
Leave Your Comments