প্রশ্ন:- লোক সমাজে প্রচলিত ব্রাশ যা শুকরের পশম দ্বারা তৈরী করা হয়। তা ব্যবহার করা যাবে কি না? এবং এ ব্রাশ ব্যবহার করার দ্বারা দাত মাজার সুন্নাত আদায় হবে কি না?

‍উত্তর:- প্রত্যেক মুসলমানের জন্য দাত পরিস্কার রাখা এবং তা সুন্নাত তরিকায় ও হালাল বস্তু দ্বারা করা জরুরী। দাতের ক্ষেত্রে দুইটি জিনিস লক্ষনীয়। এক, পরিষ্কার করা। দুই, এক বিঘত লম্বা ও কণিষ্ঠাঙ্গুলি পরিমাণ মোটা গাছের ডাল হওয়া। যতই পরিষ্কার হউক আর সুবিধাজনক হোক হারাম বস্তু দ্বারা দাত মাজার কোন অবকাশ নাই।

সুতরাং দাত মাজার সুন্নাত আদায়ের জন্য উপরে বর্ণিত পরিমাণের কোন  গাছের ডাল ব্যবহার করা সুন্নাত। আর হারাম বস্তু দ্বারা ব্রাশ করা জায়েয নেই।

উল্লেখ্য, ব্রাশে শুকরের পশম ব্যাবহারের বিষয়টি নিশ্চিত হওয়া জরুরী। তার পরই এব্যাপারে হুকুম আরোপ করা যেতে পারে। কারো মুখের কথায় বিভ্রান্ত হওয়া ঠিক হবে না।

 

সুরা মায়েদা – ৩। বাদায়েউস সানায়ে’ ১/২২৭। ফাতাওয়ায়ে কাজিখান – ১/৯। কিতাবুল ফাতাওয়া – ১/৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *