উত্তর :- আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা হলো মুনাফিকরা কাফেরের অন্তর্ভূক্ত। আর কাফেরের ঠিকানা জাহান্নাম। সুতরাং উবাই বিন সলূল মুনাফিক হওয়া স্পষ্ট। বিধায়, সেও জাহান্নামি। অতএব তার সম্পর্কে জান্নাতী হওয়ার আকিদা পোষণ করা ও সেটাকে জন সমাজে বয়ান করা সঠিক নয়। বিধায় উক্ত আকিদা বর্জন করা জরুরী।
সুরা নিসা – ১৪৫; তাফসিরে কাবীর – ৮/৩৫; তাফসিরে ইবনে কাসির – ৪/২০৮; ফাতাওয়ায়ে হাক্কানিয়া- ১/২৭৬।
Leave Your Comments