উত্তর:-ঘুম ও তন্দ্রার কারণে যদি নিতম্ব নিজ স্থান থেকে সরে যাওয়া বা দেহের অঙ্গ ঢিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দেয় তাহলে অযু নষ্ট হয়ে যাবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত ব্যক্তির তন্দ্রা যদি এমন গভীর হয় যে তার নিতম্ব নিজ স্থান থেকে সরে যওয়ার সম্ভাবনা ছিল তাহলে তার অযু ভেঙ্গে গেছে। এ অযু দ্বারা নামাজ পড়ার সুযোগ নেই। পুনরায় অযু করতে হবে। আর যদি এমন না হয়ে থাকে তাহলে অযু ভাঙ্গবেনা।
রদ্দুল মুহতার ১/২৯৭,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৬৩, ফাতওয়ায় সিরাজিয়া ৩০ পৃ, আহসানুল ফাতওয়া ২/২২,আল ফিকহুল হানাফি ফি চাওবিহিল জাদীদ ১/৮৯,
Leave Your Comments