উত্তর:- প্রশ্নেবর্ণিত ইমাম সাহেবের সাথে সালাম ফিরানোর দুটি সুরত হতে পারে। প্রত্যেক সুরতের বিধান আলাদা আলাদা হবে।
১) ভুলে ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে ফেলা। এ অবস্থায় নামাজ নষ্ট হবে না এবং সাজদায়ে সাহুও ওয়াজিব হবে না।
২) ইমামে সালাম ফিরানোর পর সালাম ফিরানো। এ অবস্থায় সাজদায়ে সাহু ওয়াজিব হবে।
প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যেহেতু ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে ফেলেছিল তাই তার নামাজ নষ্ট হবে না,মনে হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাবেন এবং অবশিষ্ট নামাজ যথারীতি আদায় করবেন।
রদ্দুল মুহতার ২/৪১৪,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১৪৯, ইমদাদুল ফাতওয়া ১/৫১২,কিফায়অতুল মুফতী ৪/৪২৯,আপকে মাসায়েল আওর উনকা হল ৪/৭০
Leave Your Comments