উত্তর:- দাড়ি ইসলামের একটি নিদর্শন। সকল নবী রাসূল ও তাদের অনুসারীরা দাড়ি রেখেছেন। ইসলামের প্রথম যুগ থেকে অদ্যাবধি সকল মুমিন, মুসলমান ইসলামের এ নিদর্শন ধারণ করে আসছেন।
ইসলামের কোন বিধান না জেনে পালন না করা অবশ্যই গুনাহ। আর জেনে বুঝে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো কুফরি।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জেনে বুঝে কোন মুসলমান দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা দাড়িওয়ালাদেরকে বেইজ্জতি করে তাহলে সে কাফের হয়ে যাবে। তাকে অনুতপ্ত হৃদয়ে নতুন করে কালিমা পড়ে ইমান আনতে হবে। পূর্ব বিবাহকেউ নবায়ন করতে হবে। অন্যথায় ঐ দাম্পত্যকে কন্টিনিউ করা যাবে না।
বুখারী – ২/৮৭৫; ফাতাওয়া হিন্দিয়া – ২/২৭৭; ফাতাওয়া হাক্কানিয়া – ১/২৭৩।
Leave Your Comments